তুমি নেমে এসো এই দ্বিধা দ্বন্দ্বে
শতচ্ছিন্ন রাস্তার এককোণে পথিকের মতো
বিরহীর এই ছদ্মবেশ অসহ্য লাগে
যেখানে কঠিন বাতাবরণ সেখানে এসো
শুধু সাবধান বানীটিকে বিজ্ঞাপিত করি
তুমি অজস্র হাওয়ার সুরে বেঁচে ছিলে
উদাস একটা জানালার পাশে গম্ভীর
এমন তোমাকে মানিয়ে নিতে বড় বাধে
তাই বাঁধভাঙা জলের মতো নেমে এসো
অনন্য উচ্ছ্বাসে ভেসে যাওয়া মানানসই
এগিয়ে এসো অনেকটা পথ
লুকোচুরি গলিপথ পেরিয়ে এলেই হবে
তারপর অজস্র ফেস্টুন লিফলেট হাতে
দুধারে কিছু দুর্বোধ্য স্লোগান ছড়াতে ছড়াতে
এগিয়ে যাওয়াটাই এখন ভবিতব্য
যদিও ভবিতব্য বলে কিছু নেই আজ ...
তুমি ১০