তুমি গ্লানিহীন ভাবে বেঁচে থেকো
সব আমের পল্লব জড়ো করে
তোমাকে সাজাব যত্নে
তুমি সেই স্তব্ধ দুপুরবেলায়
খুনসুটি করো রোদ ঝলমলভাবে
যেখানে সব জলপ্রপাত হঠাৎ
থমকে যায় প্রবল শৈত্যদাহে
সেখানে তোমাকে ভীষণ রকম মানায়
কেন জানি না সব কিছু উজাড় করা চাই
তোমাকে উদযাপনের অভিপ্রায়ে
সেভাবে দেখতে গেলে তোমাকে বলবোই
যত ভাবি তোমাকে ঘিরে আছে অনেক হাতছানি
ততই কেমন যেন উদ্ভাসিত লাগে
হয়তো সাময়িক বুদ্বুদে ছবি আঁকি
তবুও তাকে যত্নে রাখা যায়
এদিকে সেদিকে এখানে ওখানে চারিদিকে...
তুমি ৯