অকথ্য অত্যাচারে মুখ বুজে থাকি

চোখের নীচে নীল রঙের ছটা

গলায় অনেক আঙ্গুলের দাগ

মাথাব্যথা করে সূর্য ডুবে এলে

এখনো এভাবেই বেঁচে থাকি



অনেক স্বপ্নগুলো আড়াল খোঁজে

বাঁচতে চাওয়ার দ্বিধা গুলোই ঘুরতে থাকে

যখন তখন দ্বন্দ্বে ডুবে বাঁচার জন্যে পরিত্রাহি

একটা সেতু অবশিষ্ট বেঁচে ফেরার

ভীড়গুলো সব আহ্লাদেতে নৃত্য করে



বুঝতে তখন পারবে না যে বাঁচতে গেলে

ভালোভাবেই কষ্টগুলো ঢাকতে হবে

চোখের নীচে নীলচে দ্যুতি অহংকারই

তবু ভেবে দেখতে গেলে অভিযোজন

এমন করে টিকতে পারা কজন পারে



আমি ২