তুমি যুদ্ধের ভঙ্গিমায় দাঁড়াও ক্ষণিক
যেখানে সব সত্তা ডুবে যায়
ছোবলে কোনো দাঁত ভেঙে পড়ে না
সেখানে কেন এত কোণঠাসা
এবারে যুদ্ধের পোশাকে তৈরি হও
অবাক সীমান্তে তোমাকে পাঠাতে
আজ আর হাত কাঁপবে না
জানি আমরা শেষ হয়ে গেছি কবেই
আজ শুধু ঘটা করে উদযাপন
তোমাকে এবার দেখবো নতুনতর রূপে
বিহ্বলতা যেটুকু ছিল বাকী
তাদের নিংড়ে দিয়েছি শিরস্ত্রাণে
আর যা ছিল মনখারাপ
ভরে দিয়েছি তূণীরের খাঁজে খাঁজে
ব্যর্থতাগুলো এবার ফুটে উঠবে অস্ত্রে
এ লড়াই তোমার আমার মর্যাদার…
তুমি ২