আমি নিয়তির দিকে তাকাই না কখনো
অদৃষ্টের অধিকার স্বীকার করি না
যা কিছু জ্ঞানের সীমারেখা
সেখানে বিচরণ করি স্বচ্ছন্দে
আর নিয়তির দিকে তাকাই না কখনো

ফলাফল নিয়ে খুব একটা নিশ্চিন্ত নই
যা কিছু বিরুদ্ধ বলে জানি
প্রাণ দিয়ে ঠেকাই অনুপ্রবেশ
হিসেবের বহির্ভূত বলতে গেলে একটাই
মাঝে মাঝে ভেসে যাই আত্মগরিমায়

অগণন প্রশ্নের মুখে পড়ি দিনরাত
উত্তর খুঁজি না কখনো বড়ো বেশী ভেবে
মুখে কোনো আলোড়ন নেই
বেয়াড়া চিন্তাগুলোকে ঘুম পাড়াই
কী হবে এই ভাবালুতা-প্রশ্রয় খেলে

পরিশেষে নিয়তির দিকে তাকাই না কখনো…


আমি ১১