সেই দায়বদ্ধ নেই
কলমের কালি শুকিয়ে এলে
একটা দমবন্ধ ঘর
আর ছিঁড়ে যাওয়া মশারিরা থাকে
গতিহীন বিপ্লবের ভাষা
সহসা গুলিয়ে এলে
জর্জরিত হতে থাকে
বিবেকের কাঁকড়া বিছেরা
সব নিরুত্তর সারিরা দাঁড়িয়ে থাকে
বৈঠকখানায়
এলোমেলো উত্তরহীন প্রশ্নেরা
মুখের খুব কাছে এসে থমকেছে
আসলে কথায় কথায় যত
দ্যোতনা জন্ম নেবে
তত ঘোষণা হয় চারিদিকে
সবার প্রবেশাধিকার নেই…
অন্তরীণের ডায়েরী ২