এখন আর বাধা নেই
এখন ভরকেন্দ্রে শুধু ক্ষমতার সারি
ক্ষমাকে দেখেছি আলেয়ার ভাঁজে
এখন শুধুই উদযাপনের পালা
খেয়াল খুশিতে আমরা ডাকনাম রাখি
আসলে আড়াল পেলে কথা ফুটে আসে
আবার ছদ্মবেশের দরকার পড়ে
কেননা কেউ এগিয়ে আসছে বুঝি
একটা তাঁবুতে ভর করে
অনেক অলিন্দ নিলয়ে যাবার কথা ছিল
কেননা সেখানে সবাই স্বাগত জানায়
সত্যিই বাধাহীন সমীচীন নয় আর
কিছুটা শক্ত হাতের বাঁধন থাকে
যাদের থেকে রেহাই মিলবে না…
অন্তরীনের ডায়েরি ১১