একটু সেকেলে ধরন ভালো লাগে
চণ্ডী মণ্ডপের দিকে বসে থাকি হাপিত্যেশ
পড়শীতে ঝগড়ার আঁচ বাড়ে শুধু
কেঁদে চলে অবিরাম রুদ্ধ দুয়ার
সংবৎসরে আসে উইপোকাগুলো
মেঘলা দিন পেলে উড়ে বেড়ায়
আমি তখন বুঁদ হয়ে থাকি
স্বর্গগত ঠাকুমার গল্প শুনে শুনে
আকাশ মেঘলা ছিল অংশত
চিলেকোঠা ছাদে ছিলাম আমি আর মেঘ
এখন আমি যোজন খানেক দূরে
এখনও অনিয়ম আসে নিয়মিত
বালির পুকুর পেলে ঝাঁপ দিতে পারি
এই ভাবে অসহায় ভাবে বেঁচে থাকি
অন্তরীনের ডায়েরি ১৪