দক্ষ হাতের কাজ ভুলে গেছে শ্রমিক
আজ সে ডুবেছে অনেকটা নদীর জলে
ভেসে গেছে তার দুঃখের ঝুলি
বিপজ্জনক বলে কিছু নেই আর
কাল কি খাবে তার খেদ জড়ো করা
হিসেব বহির্ভূত আঁটোসাঁটো রাখে
স্বল্প সঞ্চয়ের দ্বিধা গুলো শুধু
অকারণে মাঝরাতে জাগিয়েই তোলে
যে সব ব্যথা গুলো আগতপ্রায়
সমাদর করে ডেকে আনে
আদরে আপ্যায়নে চোখে নেই ঘুম
দার্শনিকে বলেছিল এও বিলাসিতা
চোখে চোখে কথা বলে বাস্তব
কঠিনেরা আরও যেন ঘনীভূত হয়
বালিয়াড়ি ক্রমাগত দূর থেকে কাছে
আর কত ঠায় বসে ডুবে থাকা যায়…
শহর থেকে ফেরা ১৩