সব কথা ফুটে ওঠে
পরিচিত সবাই হবে জানি
একটা কনসেনট্রেশন ক্যাম্প
অনেকটা মৃত্যুর সঙ্গে বোঝাপড়া
অনেক দিনের আগে পড়া বই
একটি মেয়ের অন্তরীনের ডায়েরি
অত্যাচার একটা বিভীষিকা যদিও
তবু মৃত্যু একটা স্তব্ধতার মতো
চারিদিকে সবাই নিঃশব্দে ডুবে যায়
হাড় হিম বেয়নেট খোঁচা মারে বুকে
এই বুঝি ডুবে যায় চিরতরে
আবার কেউ ঘুমিয়েছে পাশ ফিরে
আবার কেউ স্বপ্ন দেখে ফেলে
সূর্য কি এখনো মনের কোনে থাকে…
অন্তরীনের ডায়েরি ৯