গল্পেরা ডুবে গেছে অতীতে
এখন বর্তমান আঁতিপাঁতি খোঁজো
তবে যদি ভবিষ্যত ভাগ্যে লেখা থাকে
বাকীটা নিয়তি বলে দেগে দেওয়া যাবে
সব সাম্প্রতিক বিচারের আওতায় নেই
যা কিছু তাৎক্ষণিক তাই মেনে চলি
কিছুটা আড়াল থেকে শব্দভেদী বাণ
আমরা সবাই আন্দাজে বসবাস করি
সেতুহীন নদীর সীমায় চাষাবাদ করি
অনেক স্বপ্নে বিভোর হয়ে থাকি
আর কিছুটা সাঁতারের চেষ্টা থাকে
এইভাবে একটা গোলকধাঁধায়
লটারির অনেক টিকিট কেটে
রাত্রিগুলো স্বপ্ন দিয়ে মেরামত করি…
অন্তরীনের ডায়েরি ১০