সেই অভিশাপ তোমাকে ঘিরে ধরে
সামনের সারিতে ছিল প্রথম রিপু
দ্বিতীয় সত্তার বুকে মুখ গুঁজে থাকি
সব আজ ভেঙে চুরে দিতে হবে
কয়েকটা বসন্তকাল আলমুড়ি দিয়ে
ভোরবেলা জেগে উঠি হঠাৎই
এই দুঃস্বপ্নের দাগ আর সইবে না
এবারে কিছুদূর প্রতিরোধ করে যেতে চাই
মিলিত খুশির রং জমকালো জানি
তাই উপত্যকা জুড়ে হাসতে থাকি
অনর্গল চিন্তার ভীড়ে আজ সুন্দর হবোই
অভিশাপ কয়েকটা প্রতিবন্ধকতা
কয়েকটা পিছুটান জোর করে গেলা
একদিন অনেক হাসির বাঁধে ভেঙেচুরে যাবে…
অন্তরীণের ডায়েরী ৪