কিছু কথা আগন্তুক ভীড়ে হারিয়ে যায়
কিছু থাকে চিরকাল ছাইচাপা হয়ে
সব কথাদের জন্ম হয় না
কিছুটা থাকে গুমরে
যেমন করে সব পাতারা
ঝরে যায় হেমন্তকালে
তেমন করে কিছু কথা ঝরে যায় অকালে

অকাল বলে কি কিছু থাকে
হাতে শুধু দিনের শেষে অবশিষ্ট থাকে
সব বিচ্ছিন্ন করে রাখা খাতার পাতা
উপহার দেবো শুধু মলাটগুলো
আর সব কথা ঝরে গেলে
একটা নিস্পৃহ চাহনি থাকে
সেটুকুও ফেলনা নয় মোটে…


অন্তরীণের ডায়েরি ১