সেই নির্জনতা ভালো ছিল
একান্তে ঝিঁঝিঁর ডাক
এলোমেলো চিন্তার ফাঁকে

দুর্বিষহ জীবনের ভীড় নেই
অনাবিল পাখিদের ভীড় দেখে
কেটে যাবে সমুদ্রের তীর

সব চেনা মুখগুলো যেন
পুরনো ডাইরির থেকে
উঁকি মেরে বলে এই তো আমি

চেনা মানুষের সেই আবদার নেই
তবু তার মুখের হাসিটা
মিলিয়ে যাচ্ছে আর কই

এ কবিতা বিরহের তাই জানি…