প্রত্যুত্তর দিয়েছি তোমাকে
অনেক প্রশ্নের অবসান হলে
সেকেলে একটা সম্বোধন করে
বাকীটা বলেছি গড়গড় করে

যখন চিঠিরা হারিয়ে যায়
অবহেলায় জমতে থাকে ধুলো
সেখান থেকে পেড়ে আনি উত্তর
এখন আমার প্রশ্ন শোনার পালা

এই যে প্রশ্ন এলোমেলো মতন
রাত্রি কাটে ঝিঁঝিঁপোকার সাথে
আনমনেই উত্তর জমা হয়

দুর্বলতা থাকে শুধু সেথায়
যা খুশি এক উত্তরের পরেই
প্রশ্ন শোনার অধীর আগ্রহ…


অন্তরীনের ডায়েরি ১৩