যথেচ্ছ অমিতাচার আমার বুকে
শিহরণ হারিয়েছে কষ্টি পাথর থেকে
অনেক জহুরিরা অপঘাতে গেছে
উল্লাস করে ফেরে একদল লোক
কেউ কেউ পুড়িয়েছে পুতুলের দেশ
কারা যেন হানা দেবে বলেছিল কেউ
চেনা কোনো মুখ নেই কোষে কোষাগারে
মেহনত মারা গেছে চারিদিকে দিকে
লোভী কিছু ছদ্মবেশ আছে আর ছিল
তারাই টিকে থাকে বছরের শেষে
খাজনার নামতারা একপেশে যেন
চিরকাল কারো কাছে রয়ে সয়ে যায়
বাকিরা সবাই ভীড়ে গা ঘেঁষাঘেঁষি
অতৃপ্ত চাহিদায় চিরকাল বাঁচে
শখ আর আহ্লাদের স্বপ্নটুকু থাকে
বাকিটুকু জমা থাকে বারুদ খাতায়…
শহর থেকে ফেরা ১৪