এলোমেলো কালি থাকে তুলিতে
চিত্রকর একটা ইজিচেয়ারে বসে
আজ আঁকা হবে একটা ভুল ছবি
ঠিক ঘটনার আদল বজায় রেখে

সব বোদ্ধা বসে আছে নির্বিকার
আজ একটা প্রদর্শনী আছে
নাম দিয়েছে এলোমেলো রঙের উৎসব
আসলে রক্তক্ষরণ ঘটেছে নিঃসাড়ে

অভিমান জমা আছে তুলির হৃদয়ে
কাগজে ফুটে ওঠে রঙের ফুলঝুরি
মিথ্যে তবু বুকের খুব কাছে এসে লাগে

নিরুপায় একটা চাহনি আছে
সমগ্র সত্তার চারিদিকে
সেই কথাটাই শুধু মনে থেকে গেছে…


অন্তরীনের ডায়েরি ৭