এখন স্বীকার করতে বাধা নেই
সেই প্রেমের কবিতাগুলো ছিল খাঁটি
অনেক আবেগ জড়ানো ছিল তারা
তাদের চোখগুলো ছিল মায়াভরা

সব আবেগ আমি বেঁধে রেখেছি
সহজাত শিল্পী বলে কোনো অবহেলা নেই
কোনো কল্পনার আশ্রয় ছাড়াই
তারা কবিতা হতে পেরেছিল

সেই কবিতাগুলি শিলালিপির মতো
তোমাকে উৎসর্গ করি আজ
বলো আজ বাড়াবে কি হাত

সেই দিনে যতখানি রোদ ছিল
আর শুক্লপক্ষে যতটা স্নিগ্ধতা
আজও তারা সেরকমই আছে…


অন্তরীনের ডায়েরি ১২