’শিলু’ রোজ স্কুলে যায়          
                পিঠে বই এর গাঁদা,
অনেক বড় মানুষ হবে          
                 দু’চোখে তার ধাঁধা।

গড়-গড়া সে পড়ে ফি-রোজ
                   ‘কানা বগির’ ছড়া,
মাস্টার মশাই খুশি বড়          
                   দেখে শিলুর পড়া।

দু’চোখে তার স্বপ্ন ঘেরা
                    হবে ডাক্টার, কবি,
তৈল চিত্রে আঁকবে আর
                   বাংলাদেশের ছবি।

যে ছবিতে ঠাই পাবে
                     টোনা-টুনির গান,
জৈষ্ঠ মাসে-মাঠভরা
                       পাকা ইরি ধান!

তালের শাখায় বাবুই বাসা
                     গোয়াল ভরা গরু,
আধার রাতের জোনাই পোকা
                       সবুজ গুল্ম তরু!

ঠাই পাবে আরও ক্যানভাসে তার
                   আদরের পোষা বিলু,
এমন ছবির স্বপ্ন নিয়ে -
                        স্কুলে যায় শিলু ।