সুবাসিত গন্ধে হঠাৎ
কাটলো চোখের ঘোর,
দৈত্য কই’লো ঘাড়টা চেপে-
’’এই নে পিঠা তোর!”

ওমা! দৈত্য নয় সে স্বর্গ পরী
বানিযেছে পিঠা,
পরতে পরতে চিনির ছোয়া
তাই তো এতো মিঠা!

দেখতে বেশ; খেতেও মজা
বড়াই করি সবে,
চেয়ে থাকি এমন পিঠা
আবার হবে কবে ?