রাজনীতিতে হাতে খড়ি
তাই যোগ দিলাম দলে,
সোনার চেইন টা শশুর যেদিন
পড়িয়ে দিল গলে!
সেই যে শুরু গর্দান শোভা
তবে মালায় রকম ফের,
কোন টা বেশ আঁটোসাঁটো
কোন টা বড় বেড়!
রামের মালা; বামের মালা
রাখিনি কিছু বাকী,
বিরোধী মালায় বরকত নেই
উল্টো আছে প্রাণের ঝুকি।
শরিক দলে উঁকি দেই নি
তা কিন্তু নয়,
শুধু শুধূ ডেকোরেশন
ধান্দা খুব কম হয়।
তাই আছি ক্ষমতায়
ধান্দার নেই শেষ,
বুদ্ধি করে একটু চললে
কামাই আছে বেশ।
যখন যেমন; তখন তেমন
তবে গর্দানে চাই শেষ টা,
ভোটে হোক আর বিনা ভোটে
যে চালায় দেশটা !!