কবি হব ইচ্ছে মনে তাই লিখে যাই ছড়া
ভাবছি বসে মনে মনে যায় কি এখন করা?
হঠাত করে নজরুল এসে মসি হাতে মেখে্
ঝাকড়া চুলের মাঝে দিল সোনার বাংলা একেঁ।
পল্লী মায়ের আচঁল গায়ে জসিম উদ্দিন এসে
ছোট্র সোনার বাংলা দেখে দিল মুচকি হেসে।
শুকনো কাশি কেশে ঠাকুর দিল একটু হাসি
আমার সোনার বাংলা আমি-তোমায় ভালোবাসি।