"" চর সমাচার""
এক আষাঢ়ে ভেঙ্গে বিলিন
পরের ভাদ্রে জাগে চর,
স্যাঁতসেঁতে ঐ কাদার পরে
বাধি মোরা বসত ঘর!
কাশবন লাগিয়ে ব্যর্থ চেষ্টা
ফের আষাঢ়ে ঠেকাই ভিটে,
আস্ত ঘরটা বয়ে বেড়াই-
কখনও বা আপন পিঠে !!
হাজারটা অভাব থাকলেও
আমরা চইরা ভাই;
পেটের কোণে ক্ষুধা থাকলেও
সুখের অভাব নাই।
নতুন চরে গুজি মাথা
জেগে উঠি ঘাসের মত,
দখল নিতে কখনও বা
ফাটাই শত্রুর মাথা কত!
দলাদলি, পক্ষপাত-
হিংশে বিদ্বেষ আছে যত,
পরক্ষণেই ডাকাত ভয়ে-
জরো হই আপন ভাই এর মত!
ভেঙ্গে যাওয়া বাপের ভিটা
আজ হয়েছে চর,
ভাঙ্গা গড়া জীবন মোদের
নতুন চরে বাধি ঘর!