তোমার বে-দখল হওয়া বুকে-
কান পেতে শুনতে পাই ঘোড়ার খুড়ের আওয়াজ;
ভিনদেশির কসরত আর নিত্য দিনের কুচকাওয়াজ ।
যুদ্ধ যুদ্ধ নয়-
যদি খুড়তে দাও ঐ লাল বেলে পাথর,
ভালোবেসে ফুটাবো গোলাপ
কারন আমি খাটতে জানি গতর।
তরবারি নহে; নহে খড়কের শাণিত ধার,
দিগ্বিজয়ী খিলজি না হলেও-
ভালোবাসা দিয়ে জয় করবো আবার।
আমি নিভূতচারি কবি-
কেরোসিনের টিম-টিমে আলোতেই বেশ,
গুজে দিতে চাই ফাগুণের ফুটন্ত গোলাপ
যদি ছুঁতে দাও মাথার কালো কেশ !