সখী ভ্যালেন্টাইন্স চাই না আমি
চাই যে সখী তোরে,
একদিনের এই ভ্যালেন্টাইন্সে
মন কি আর ভরে।

ভ্যালেন্টাইন্স চাই গো আমি
হাজার বছর ধরে,
তাইতো সখী তোকে চাই
আপন বাহু ডোরে।

একটা চাঁদকে করতে রঙিন
যেমন লক্ষ তাঁরা সাজে,
তেমনি করে সাজাবো তোকে
আমার হৃদয়েরই মাঝে।

তোর হাসির আড়ালে
লুকিয়ে আছে কত যে ব্যথা,
আমায় ছাড়া কে বুঝবে আর
যে ডুবে নাই সেথায়।

তোর চোখের ভাষা বুঝতে পারে
কার আছে এমন সাধ্য,
সেই চোখ দেখেই লিখতে পারি
আমি মহা কোন কাব্য।

আমার চেয়ে ভালো তোকে
বুঝবেনা আর কেউ,
সাত-সমুদ্র পাড়ি দিবো সখী
যদি একবার বলিস তুই-ই হবি আমার (---)উ।

(কাল্পনিক)