আর কোন বাঁধা নেই
নেই কোন অভিযোগ,
দেরী হলে বুঝে গেছি
সব কিছুতেই ছিলো
স্বার্থের যোগ-বিয়োগ।
বিশ্বাস অবিশ্বাসের খেলায়
বারবার হয়েছো শুধু পরাজয় ,
গোপনে গোপনে করে যাচ্ছো
কত যে নয় ছয়।
অনেককে নিয়ে খেলেছো
কত যে রঙিন খেলা,
এমন একদিন আসিবে
নিজেকে শোধরাতে পাবেনা আর বেলা।