মুজিব তোমার সহজ সরল
মুজিব কোটের ভিতর,
এখন যে লুকিয়ে আছে
কতো স্বার্থনেশ্বী ইতর।
মুজিব তোমায় ভালোবাসেনি তারা
ভালোবেসেছে তোমার কোটকে,
জোর জুলুম আর জবর দখল করে
পিষে মারছে সবকে।
মুজিব কোটের ভিতর এখন
কতো মুজিব ঢুকছে,
স্বার্থটুকু হাসিল হলে তারা
কোট লুকিয়ে ছুটছে।
মুজিব তোমার তর্জনীতে
জেগে উঠতো দেশ,
এখন তোমার কোটের ভিতর এ কোন বেশ
তাদের তর্জনী উঠলে পরে কারো জীবন শেষ ।