কার দেয়া আশ্বাস করিবো বিশ্বাস
কে রেখেছে কথা দিয়ে কথা।
দেয়া কথা উঠিয়ে নেয়ার
খোঁজেন নানান ছলছুতা।
লাঠি পেটা আর অন্যের গাঢ়ে
চাপিয়ে দিয়ে দোষ।
এইভাবে দিনে দিনে পাবলিক
তোমাদের উপর হচ্ছে শুধু নাখোশ।
কাজের কাজ করে দেখাও
না দেখিয়ে ফালতু কোন স্বপ্ন।
জনগণ যদি ক্ষেপে যায় একবার
সব স্বপ্নই হবে তখন ভগ্ন।
তোমার কথায় যদি হয়
এমন নয়ছয়।
সচিব আমলা মন্ত্রী মশাই
আর করবে কাকে ভয়।
লুটপাট করে খাচ্ছে তাড়া
আমার রক্ত দিয়ে যাহা গড়া,
এখন যদি না তাড়াও এই সমস্ত আপদ
সামনে কিন্তু অপেক্ষা করছে মহা কোন বিপদ।