মানুষ তুমি, তাই খুঁজি না
তোমার জাত ভেদাভেদ বর্ণ।
নিতে চাই না উঁচু নিচু
আর হাই সোসাইটির মাপ।
মানুষ তুমি, তাই মেনে নিতে পারিনা
তোমার দাম্ভিকতার অহঙ্কার।
কারন তোমার আমার সৃষ্টি তো
একই বিদাতার।
মানুষ তুমি, তাই মানতে পারিনা
তোমার উৎশৃঙ্খল ব্যবহার।
ভালো মন্দ বুঝার ক্ষমতা
সৃষ্টিকর্তার তোমাকে দিয়েছে অপার।
তবে কেন হবে তুমি
বনের পশুর মতো জানোয়ার ।
মানুষ তুমি, তাই মানতে পারিনা
তোমার যেকোনো বাচালতাকে।
সৃষ্টিকর্তার সেরা জীব তুমি
তুমি কেন কাজে বড় না হয়ে
কথায় বড় হবে।
মানুষ তুমি তাই
এমন কর্ম রেখে যাও পৃথিবীর মাঝে।
তুমি না থাকলেও পৃথিবীর মানুষ
তোমায় খুঁজবে সকাল সন্ধ্যা সাঁঝে।