তুমি দূরে থাকাটাও
কাছে থাকার অস্বাভাবিক কারন।
কাছে থাকলে তোমার কথা
শুনেই হতাম শান্ত।
এখন তুমিসহ তোমার
চারপাশের খোঁজ নিয়ে
তবে-ই হই ক্ষান্ত।
পালিয়ে তুমি যাবে কোথায়
নয়তো সীমা বহুদূর
চোখ বুজলেই কাছে তুমি
স্পর্শে খানিক দূর।
কথার মালা সাজিয়ে রাখি
যা হয়নি কখনো বলা।
সকল কথা যদি কভু
হয়েও যায় বলা।
তবুও তুমি জেনে রেখো
কিছু কথা রয়েছে গেছে
এখনো না বলা।
####(---)####♥