আমি অগাধ বিশ্বাসে অনুধাবন করছি
তুমি দিতে চেয়েছিলে যা
আমরা আজও পাই নাই তা।
অগাধ আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছিলাম
পাবো বলে তোমার অনুভূতির একটা অংশ।
কথা ছিল পাবো কিন্তু আজও হয়নি পাওয়া
হয়নি ছোঁয়া তোমার অনুভূতির কোন অংশ।
আশা ছিল তোমার গড়া ভিত্তিতে
দাঁড়িয়ে উঠবে দেশ।
শান্তিতে নিঃশ্বাস ফেলবে মেহনতি কৃষক শ্রমিক ও আমার সোনার বাংলাদেশ ।
হয়েছে কি তা?
জীবন দিয়ে ভিত্তি তুমি গড়িয়ে দিয়েছো বেশ।
ভিত্তি আছে ঠিকই
নীতিতে চলছে চরম হেরফের।
তোমার দেয়া দেশ রেখেছি
নীতি রাখি নাই।
জমিদারি প্রথা এনেছি
শান্তি আনি নাই।
বিচার কেবল গরিবের হয়
ধনীর বেলায় সংলাপ।
মধ্যস্থতার নামে চলছে
নিপীড়নের করুন কষাঘাত।
টাকা থাকলে আছে বাঁচার অধিকার
না থাকলে যে নাই মরার অধিকার।
এভাবেই চলছে বিচার
এটাই কি ছিলো তোমার
সোনার বাংলা গড়ার অঙ্গীকার?