এখনো কি কেউ বাঁশের মাচালে বসে
কাঁচা আমের ভর্তা বানিয়ে---
বৈশাখের অলস দুপুরে তোমায় খোঁজে?
এখনো কি কেউ পুকুর ঘাটে
স্নানের বাহানায় উদাস মনে ---
খাপরা দিয়ে তোমার নাম লিখে?
এখনো কি কেউ তোমার বাড়ীর পাশে
তোমায় দেখিবার তৃষ্ণার্ত নয়নে---
ফুটবল খেলার ছলে বৃষ্টিতে ভিজে?
এখনো কি কেউ কৃষ্ণচূড়ার ঝড়া ফুলে
প্রেমের পরশে ফুল কুড়িয়ে দেয়---
তোমার হলদে শাড়ীর আঁচলে?
এখনো কি কেউ নিঃশব্দে চুপি চুপি
তোমার চোখ দুটি চেপে ধরে---
কালো ঝর্ণা আকৃতি চুলের গন্ধ শোঁখে?
এখনো কি কেউ উন্মাদের মত
জীবনের শেষ বেলায় সূর্যাস্ত ক্ষণে---
আজো তোমাকেই ভালোবাসে?
এখনো কি তোমার আকাশে সূর্য হাসে?
রাতের জোসনায় ভেসে বেড়ায় মেঘ?
আমার আকাশে শুধুই অন্ধকার বিচ্ছেদের শোকে!