ঋণের জালে জড়িয়ে নিঃস্ব দিশেহারা নিরীহ প্রাণ,
হচ্ছে সর্বহারা--
যন্ত্রণায় গ্রাম ছাড়া--
সুদ-খোরের ভয়ে দেনার চাপে লবেজান।
সততা, উদারতা অবশ আজ নেশাতে,
লাগামছাড়া--
পাগলা ঘোড়া--
ওলিতে-গলিতে নেশায় বেশামাল।
সুদের পিয়ালায় আজ রক্ত করে পান,
চলছে টগবগিয়ে--
গর্বে বুক ফুলিয়ে---
ছুটছে বিরামহীন সর্বগ্রাসী বদ্ধ মাতাল।