একচোখা মলাটের সমাজে,
অপ্রতিরোধ্য হায়নাদের বসবাস।
অবহেলার চাদরে মোড়ানো,
সহস্র সু-নাগরিকের লাশ।
সাজানো পৃথিবীটা আজ অসহায়!
মূর্খদের অন্তরে জ্ঞানের বসবাস,
কিছু বাস্তবতায়, কিছু অস্থিরতায়!
মানুষ হবে না থাকিতে নিঃশ্বাস।
যিনি সৃষ্টির রহস্যের সৃষ্ট কারী,
মীমাংসিত সমাধান তাঁরই হাতে।
বাকিরা ঘোড়ার ডিম রূপকথার বুড়ি,
হিংসার দাবানলে বিভক্ত বহু জাতে।
কিছু স্বপ্ন মধুময়, কিছু যন্ত্রণার,
কিছু পূরণীয়, কিছু কল্পনার অনুগ্রহ।
দেহধারণ হতেই পুড়ে পুড়ে অঙ্গার এ দেহ,
আগুনের ভয়ে কুঁকড়ে যাব ভেব না নীল গ্রহ।