সব ঘুড়ি আকাশে, কভু নাহি উড়ে,
ভাঙা নাটাই, সুতা কাটা ঘুড়ি----
মুখ থুবড়ে লুটিয়ে পড়ে,নিয়তির ঝড়ে।
স্বপ্নের ঘুড়ি,তোমার অভিসারে,
দৈন্যতায় ক্ষত-বিক্ষত দেহ----
মিলনের সাধ ক্ষীণ,আশাহত অন্তরে।
বিষাদের ঘুড়ি, দিগন্তে মেলে দৃষ্টি,
আকাশ ছোঁয়া হলো না মোর---
নীলাম্বরে বজ্রধ্বনি, বিরতিহীন বৃষ্টি।