অফুরন্ত চাওয়া-পাওয়ায়,
ধন রত্ন ভরা পরি পূর্ণতায়;
তবু যেন অভাব ফুরায় না।

যত সামান্য, ভুরি ভুরি নয়,
উদার মনে বিলিয়ে দেয়;
তবুও ত্যাগের সাধ মেটে না।

কেউ সুখী ত্যাগের মহিমায়,
কেউ দুঃখী মনের জটিলতায়;
একই ‍গৃহে বিপরীত সাধনা।

সবাই শুধু পেতে চায়,
কেউবা কিছু দিতেও চায়;
কেউই হারাতে চায় না।

তবুও কেন হারিয়ে যায়?
প্রকৃতির নিষ্ঠুর বাস্তবতায়;
প্রকৃতি কাউকেই ক্ষমা করে না।