ঢেউয়ের সাথে গড়িয়ে নিঃশব্দে বহু দুরে,
কল্পনার ভেলায় চড়ে ইন্দ্রিয় হর্ষে;
পাড়ি জমিয়ে ছিলে বিলাসিতার তৃপ্তি মেটাতে।
আসবে ফিরে জোয়ার ভাটায় নদীর তীরে,
মোহমায়ার জাল ছিঁড়ে প্রেমের টানে;
অপেক্ষায় কুল ভেঙে বিলীন হয়ে গেছে নদীতে।
পাওয়ার চেয়ে চাওয়া বেশি ছিলো বলেই,
আজো হতাশায় নিদ্রাহীন রাত জেগে;
ভোরে আয়নায় দাঁড়িয়ে চমকে যাও---
বদনে ঝলসানো পোঁড়া বেগুনের ছাপ দেখে।