হতাশায় মধ্যবিত্ত মন
এক ঋতুর দগ্ধ জীবন,
খরতাপের জ্বালা এ দেহে
বেদনা ক্ষুদ্ধ বৃষ্যা বিরহে।

ক্ষণিকের আবেগ মাতাল মোহে
স্বার্থহীন ভালোবাসা,
ঝরে গেছে বিবাগী বাতাসে
যত স্বপ্ন যত আশা।


তারপর......
দু-ফোটা চোখের জলে
হতাশার পাহাড় বুকে
চারদিকে শুধুই অন্ধকার।

অতঃপর.......
অবহেলার তামার বিষে
বুঝেছি  হিসেব কষে,
আমিই শুধু আমার; সবাই পর।