নিঃস্ব কাঁদছে জীবন মেলায়
ব্যস্ত লোকের ভিড়,
পদাঘাত আর অবজ্ঞায়
কাঁপছে দেহ-শির।
হৃদয়োচ্ছাস শুধুই প্রহসন
কেটে যায় বারবেলা,
মনে হয় শুধু শেষ হবে কবে
এই যাত্রার পালা।
বাবুর ছেলের রঙিন জামা-
আরও চাই আরও চাই!
রিক্তের জোটে ছিন্নবস্ত্র
বাঁচবার খোরাক নাই।
এদের দিকে চায়নাকো কেউ
নিজেদের নিয়ে ব্যস্ত,
ঈশান কোণ আজ তমসাচ্ছন্ন
সূর্য গিয়েছে অস্ত।
কেঁদে জানি আর কাটবে না কাল
ভেঙে ফেলো আজ সব মায়াজাল
দিগন্তে চোখ রেখে দ্যাখো ভাই
সূর্যের রং লাল।।