কলম দিয়ে লিখতে পারি দিব্যি কথার কাব্য
কি লাভ বলো তাতে, হবো কি আর মোরা সভ্য ?
ছুকছুকানি স্বভাব যাদের তারা কি আর পাল্টায়
ইচ্ছে করে কষে মারি নোংরা তাদের গালটায়।
তবু স্বার্থপর এই দুনিয়ায় একটু আশা পাই
যখন গভীর রাতে একলা বসে তোমাদের গান বাজায়।
লিরিক্স তো নয় যেন আবেগের বোমাবাজি
তখন আমি নিজের দুনিয়ার নিজেই রাজা সাজি।
গুরুদেব যখনই গান 'আরো একবার চলো ফিরে যায়'
ভুলে যাই আমি কে? বা আমি কোথায়?
যদি পারো আমায় বুঝতে একটু জায়গা দিও
জয় হোক রক-এর, ফসিলস যুগ যুগ জিও!