যদি এমন হতো
বৃষ্টিস্নাত কোনো সকাল হয়ে
তুমি আসতে আমার জীবনে,
আঁচলের ঝাপটায় তোমার সম্বিত পেয়ে ফিরে
বুনতাম আবার স্বপ্নগুলো শুধু তোমায় ঘিরে।
যদি এমন হতো
গোলাপ হয়ে ফুটতে তুমি
মম হৃদয়ও নন্দন কাননে,
তবে মধুর সুবাসে তার আবিষ্ট হয়ে
নিতাম অবহেলার কাঁটাঘাত হাসিমুখে সয়ে।
যদি এমন হতো
কোনো নাম না জানা পাখি হয়ে
তুমি উড়তে খোলা আকাশে,
তবে দু চোখ ভরে দেখতাম তোমায়
ভেসে চলেছ অলীক কোনো সুখের আশায়।
যদি এমন হতো
পূর্ণিমার চাঁদ হয়ে উঠতে তুমি
তমসাচ্ছন্ন এই ফিকে আকাশে,
জ্যোৎস্নার সেই আভা মেখে সারা অঙ্গে
কল্পনার আলপনায় মিশতাম তোমার সঙ্গে।
যদি এমন হতো
বহ্নি হয়ে জ্বলতে তুমি
সর্বগ্রাসী লেলিহান শিখায়,
তবে দিকভ্রষ্ট উন্মত্ত আমি
দিতাম আত্মাহুতি সর্বনাশের ছত্রছায়ায়।
যদি এমন হতো
যদিগুলো আজ কল্পনা ছাড়িয়ে
দাঁড়াতো এসে বাস্তবের কোলাহলে
তবে তক্ষুনি দিতাম পাড়ি রূপকথার কোনো
দেশে
কতনা রঙিন হতো সেই পথ, যদি তুমি থাকতে পাশে।