বাইরে বৃষ্টি ভিতরে বৃষ্টি ভেজা ব্যাকুল মন
মনের গহনে চোখের চাহনে তুমিই সারাক্ষণ
তোমার জন্যই মেলায় ছন্দ নিয়ে কলম সাথে
রাতের বেলায় স্বপ্নে এসে হাতটা রেখো হাতে ।
যদি বৃষ্টি ভেজা সেই রাতে
ঘুম না আসে চোখের পাতায়
চুপিচুপি জানলায় এসে দাঁড়িয়ো
ছুঁয়ে যাবো তোমায়
শিহরন জাগানো এক হিমেল হাওয়ায় ।।