তোমারে বাঁধিব প্রিয়
বাঁধিবো বাহুডোরে,
ধরিয়া রাখিব সখী
রাখিব হৃদয় জুড়ে

ছোঁব তোমার ললাট ওগো,
ছোঁব ওষ্ঠ ভরে
রাঙাবো তব মুখ খানি
জোছনার মায়া জুড়ে

থাকিও সাথে সদা-সর্বদা
ওহে প্রিয়ভাষিণী,  
বানাইয়া আপন পরান-সখা
করিয়ো মোরে ঋণী।