না, আমি পারিনি,
তোর কথার সাথে তাল মিলিয়ে
কথার ছন্দ মেলাতে
হ্যাঁ পারিনি আমি,
উচ্ছাসের জোয়ারে নিজেকে হারাতে।

জানি আমি পারিনি
বাস্তবের রুক্ষ জমিতে
আকাশের চাঁদ ধরে আনতে
পারিনি তোর নিখুঁত মুখে
জোস্নার আভা ঢালতে।

বিশ্বাস কর,
চেষ্টা আমি কম করিনি
এই মন-হৃদয় থেকে তোকে মোছার
তবুও তোর  স্মৃতির মায়াজালে
আচ্ছন্ন হয়েছি বারবার।

তবে পরাজিত আমি একা নয়
ব্যার্থতা আছে তোরও
একবারও তো বুঝলি না?
নির্বাক হয়ে রইলি সেই
রাগ দেখিয়ে বড়।

তুইও তো পারিসনি
আমার না বলা কথার
চরম আর্তনাদ শুনতে
পারিসনি আমার স্বপ্নে এসে
রূপকথার জাল বুনতে।

কোই একবারও তো করিস নি  
দূরত্ব কমানোর চেষ্টা
মেটাসনি এই দিশেহারা পথিকের
বুক ফাটানো তেষ্টা।

আজ যদি পরিচিত মেঘ ডাকে তোর গোপন নামে
চোখের কাজল দিয়ে রাঙাস উড়ো চিঠির খামে,
যে কবিতা তোকে লেখা সেগুলো থাক সমাধির বুকে
অবুঝ অভিমান যে আজও প্রেমহীন বাম পকেটে।

আমি এই থামলাম এবার, নিয়ে একরাশ শুন্যতা
ব্যার্থতার মাঝেই খুঁজব বাকি জীবনের পূর্ণতা,
পাখিদের কুঞ্জন-বাতাসের সনসন এ কথাই বলে :
        আয় না পাষাণী একবার পথ ভুলে
        পরীক্ষা হোক কার কতো অনুরাগ...