আছে কিছু শয়তান; বড়ো মিচকে,
লুকিয়ে থাকে ফেসবুক, টুইটারের এর মধ্যে।
সাধারনতঃ নির্দল, ধর্ম নিরপেক্ষর সং সেজে,
করে নিন্দা সমাজের ও দেশের।
পেতে হবে লাইক, শেয়ার এর ফুলঝুরি,
তাই তো সুযোগ বুঝে দেয় সুড়সুড়ি-
অপরের ধর্ম, দর্শন, রাষ্ট্র নীতির।
দেশের ভাত খেয়ে সদাই ব্যস্ত তারা-
রাজ্য তথা দেশের বদনামে।
ভালো মানুষ সেজে, ঢালছে মিঠা বিষ সজ্ঞানে।
ডাক্তারি থেকে রাষ্ট্র বিজ্ঞান, আইন থেকে বিজ্ঞান,
সবেতে তাদের অসীম বুদ্ধি, অসীম জ্ঞান।
গামছা ওয়ালা হয়ে তারা সব জানে,
ফেসবুক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে, তাদের খুব মানে।
সাবধান থাকো ওহে সুধী জন-
চিনে রেখো ওই মানুষ রুপী, শৃগালের দল।