সহস্র বছর ধরে; এই মানব নামক পশুকে,
ভগবান পাঠিয়েছে দূত মাতৃ রূপে।
স্বর্গের দূত জিব্রাইল নয়, নয় সে কোনো দশাবতার,
নয় কোনো নৃপতি, নয় কোনো অহংকারী দেশ নেতা।
সে যে নয়টি মাস জরায়ু তে রেখে,দিয়েছে জন্ম-
এই মানব সমাজের।
শ্রী রাম থেকে বুদ্ধ, মসেস থেকে থেকে শেষ নবী,
নানক থেকে গোবিন্দ, ঋষভ থেকে মহাবীর,
নিউটন থেকে আলবার্ট, দান্তে থেকে আমাদের রবী,
সবাই কে করেছে লালন, দিয়েছে বুকের রক্ত-
করেছে পালন।
তাই তো স্বর্গ আছে মাতৃ চরণে; বলে গেল কোরান,
রামায়ণ বলে গেল স্বর্ণ লঙ্কার অধিক কাম্য ওই মাতৃ ক্রোড়,
'কুমাতা না ভবতী' দিয়ে গেল বিধান ভারতের শংকর।
তাও এই পতিত মানব সমাজ; চিনলো না রে তাকে,
শত সহস্র বার লাঞ্ছিত হতে হয় সেই মাকে।
বুলেটের গুলি যখন করে বুক এফোঁড়-ওফোঁড়,
জানিস না বাড়িতে হলো শুন্য কোনো মাতৃ ক্রোড়।
বন্ধ হোক পরস্পর বিরোধ; স্তব্ধ হোক দেশে দেশে হিংসা,
তাই হোক শুরু আজ নতুন করে মাতৃ বন্দনা।