সকল দুঃখের অবসান করতে,
গরীবের মুখের দিকে চাইতে,
আবার এসো হে দেবদূত।
যত ধর্মের; যত পথের,
আছো যতো অবতার,
লুকিয়ে থেকো না আর,
পুরোনো বই এর পাতায়,
আবার এসো হে দেবদূত।
প্রকষ্ঠ হয়েছিলে প্রহ্লাদকে বাঁচাতে,
সামনে এসেছিলে নৃসিংহ রূপে।
আজ যে হাজার হাজার প্রহ্লাদ,
পড়ে আছে রাস্তায় অনাদরে; অবহেলায়,
সেই প্রহ্লাদদের করতে পালন,
আবার এসো হে দেবদূত।
থেকো না শুয়ে আর অনন্ত সজ্জায়,
ক্ষুদার জ্বালায়, পড়েছে যে তালা ঘুমের দরজায়।
তাদের অন্ন স্বাদ আস্বাদনের হেতু,
আবার এসো হে দেবদূত।
হয়েছিলে আবির্ভাব;হে জনার্দন !
রাখতে দ্রৌপদীর মান ও মন,
কুরু সভা করেছিলে আলোকিত।
আজকে শত শত দুঃশাসনের হাতে
দ্রৌপদীর ইজ্জত যে সদাই লুন্ঠিত।
আবার এসো হে দেবদূত।
এক বার নয়, দুই বার নয়, একুশ বার,
করেছিলে অত্যাচারী ক্ষত্রিয়হীন এই ধরা।
হে পরশুরাম,সেই বজ্র কুঠারের আঘাতে
হানো আঘাত আমাদের মর্মে,
তাই তো বলি আমি বারবার-
আবার এসো হে দেবদূত।