মনীষা,তোমার দিগন্ত প্রসারিত সংলাপে
মাঠে মাঠে ,গলির মোড়ে ,কলেজের রেলিং এ
আনমনা হয়ে যাই ।
মাঝে মাঝে হোঁচট খেয়ে
মন নাচে
আকাশ কুসুম স্বপ্নে ,
জীবন উদাস হয়ে আসে ।
সব ভুল জানি , তবু একটা গন্ধ ,
একটা তাড়না, একটা অভ্যাস
জুড়ে আছে সকাল সন্ধ্যা ।