যখন আমার শহর নেশায় বুঁদ বুঁদ ,কাঁপছে শহর
আমি তখন ঘরে বসে লিখছি কবিতা আর
নিজের কথা ,সময়ের কথা ।
আমার শহর যখন পোস্টারে ছেয়ে যাচ্ছিল ,ভোটের বাজার জমছিল
আসছিল সেই দূর দেশের স্টাররা ,মানুষ ভিড় করে ঝমছিল
সে সময় ঘরে বসে লিখছি কবিতা ।
আমি কোনদিন ই তাদের মত হতে পারলাম কই ।
খেলায় জিতলে যারা বাজী ফুটিয়ে মিছিল করে কাটাতে পারে সারা রাত
আমি নিরাপদে ঘরে বসে নাকডাক ঘুমাতে যাই,প্রতিদিনের মত ।
অনামিকা, পারবে তাদের মত না হওয়া মানুষ এর সাথে কাটাতে সারা জীবন..............................