এই আলোকিত শহর
লাল নীল হলুদের প্রণয়ে মত্ত
তবু বিচ্ছেদ যেন আজন্ম তার ঐশ্বর্য
দেয়ালে দেয়ালে লেগে থাকা শেওলার মতই।

বেড়ে উঠা গরমের মতই চঞ্চল হয় মন
মানুষ খুঁজে চলে রোজ তার ঠিকানা
অফিস আদালত গাড়ি বাড়ি
বিলাসী জীবনে তবু কি আর সুখ।

অথচ আগাছার মতই হেলে ধুলে জীবন-পাণ
আমরা পাশাপাশি পার করেছি ছয়টা মাস
এ যাত্রা আরো বাড়ুক নিগ্রহের এই জঞ্জালে
হাতে হাত রেখে আমরা যেন হাসতে পারি রোজ।

ঠোঁটের হাসির চেয়ে প্রাণের হাসি আলাদা
এখানে কোন ব্যাঙ্গ নেই, নেই কোন অযাচিত রুক্ষতা
প্রেমের স্পন্দনে আমরা যেন ভেসে যাই হাওয়া হয়ে
এই নিষ্প্রাণ শহরের অন্ধকারের রাস্তা বেয়ে।

যোজন দূরত্ব ও যেন আগলে রাখে তোমায় আর আমায়"